ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের কারখানা বন্ধ ঘোষণা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৫২  
আপডেট :
 ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৯

দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের কারখানা বন্ধ ঘোষণা

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং মোবাইল কোম্পানির এক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় একটি কারখানা সাময়িক বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার এই ঘোষণা দেয় স্যামসাং কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমির মোবাইল কারখানায় কর্মরত এক কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ায় আগামী (২৫ ফেব্রুয়ারি) সোমবার সকাল পর্যন্ত ওই কারখানাটি বন্ধ থাকবে।

এদিকে দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৩৩ দাঁড়িয়েছে। যা চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত দেশ। দেশটিতে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। এদিকে আক্রান্ত মানুষের সংখ্যা এখন ৭৬ হাজার ২৮৮ জন। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ৩৪৫।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত