ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে

করোনা মোকাবেলায়

‘চীনা প্রেসিডেন্টের সঙ্গে খুব ভালো কথোপকথন হয়েছে’

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৭ মার্চ ২০২০, ১৮:২৬

‘চীনা প্রেসিডেন্টের সঙ্গে খুব ভালো কথোপকথন হয়েছে’

করোনাভাইরাস মোকাবেলায় চীনা প্রেসিডেন্টের সঙ্গে খুব ভাল কথোপকথন হয়েছে বলে এক টুইট বার্তায় জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, রয়টার্স, সিসিটিভির এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে ।

চীনের প্রেসিডেন্ট শি জিন পিং শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফোন করে করোনাভাইরাসের কেন্দ্রস্থলের মুখোমুখি যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিয়েছেন।

টুইট বার্তায় ট্রাম্প জানালেন, চীনের ইতিমধ্যেই ভাইরাস সম্পর্কে ধারণা হয়েছে। আমাদের গ্রহের বৃহত্তর অংশকে ধ্বংস করে দিচ্ছে এমন ভাইরাস মোকাবিলায় শি জিন পিং এর সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন তিনি। এর আগে ট্রাম্প করোনাভাইরাসকে ‘চাইনিজ ভাইরাস’ বলে কয়েকবার চীনকে তকমা লাগিয়ে দেয়।

বিশ্বের মধ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন সবচাইতে বেশি যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুসারে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৪৩ জন।

  • সর্বশেষ
  • পঠিত