ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

মৃত্যুতে চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র-ফ্রান্স

মৃত্যুতে চীনকে ছাড়ালো যুক্তরাষ্ট্র-ফ্রান্স
ফাইল ফটো

করোনায় মোট মৃত্যুর সংখ্যায় এই ভাইরাসের কেন্দ্রস্থল চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। মঙ্গলবার দুই দেশ মিলিয়ে মারা গেছে প্রায় ১৫শ মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে একাই মারা গেছে প্রায় ১ হাজার জন। সূত্র আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডো মিটার।

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে চীনকেও ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃতের সংখ্যা এ দুই বিভাগেই চীনকে টপকে গেছে দেশটি।

যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৮ হাজার ৫৭৮ জন। দেশটিতে গত মঙ্গলবারই আক্রান্ত হয়েছেন ৪ হাজারের বেশি মানুষ।

আর সেখানে করোনায় মোট মারা গেছেন ৪ হাজার ৫৪ জন। এদের মধ্যে মঙ্গলবার গত ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ৯১২ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭ হাজার ২৫১ জন।

অন্যদিকে চীনে করোনায় আক্রান্তের মোট সংখ্যা ৮১ হাজার ৫১৮ জন। মারা গেছেন ৩ হাজার ৩০৫ জন। এখন পর্যন্ত সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৬ হাজার ৫২ জন। সে হিসাবে আক্রান্তের পর মৃতের সংখ্যায়ও চীনকে পেছনে ফেলেছে যুক্তরাষ্ট্র।

এদিকে গত মঙ্গলবার সবচেয়ে ভয়াবহ দিন অতিক্রম করেছে ইউরোপের দেশ ফ্রান্স। ওইদিন দেশটিতে মারা গেছে মোট ৪৯৯ জন। এ নিয়ে টানা তৃতীয় দিন ক্রমবর্ধমান মৃত্যুর রেকর্ড গড়লো ফ্রান্স।

করোনার প্রকোপ ঠেকাতে টানা তিন সপ্তাহ লকডাউন চলছে ইউরোপের এ দেশটিতে। তারপরও কমছে না করোনার তাণ্ডব।

ফ্রান্সের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৩ জন। ফলে মৃতের সংখ্যায় তারা ছাড়িয়ে গেছে করোনাভাইরাসের উৎসস্থল চীনকেও। চীনে এপর্যন্ত ৩ হাজার ৩০৫ জন করোনায় মারা গেছেন।

এছাড়া মঙ্গলবার ফ্রান্সে একদিনেই আক্রান্ত হয়েছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। ফলে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১২৮ জনে। এর মধ্যে অন্তত সাড়ে পাঁচ হাজার ৫৫২ জন রোগীর অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ফ্রান্সে গত ২৪ ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৭ শতাংশ বেড়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে উৎপত্তি হয় এই নভেল করোনাভাইরাসের। এরপর গত দুই মাসের মধ্যে ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী এতে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪২ হাজার ৩২২ জন।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত