ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ব্যক্তির ১ কোটি ডলার বেকার ভাতা দাবি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২০, ১৮:৩৫  
আপডেট :
 ০৩ এপ্রিল ২০২০, ১৮:৩৯

যুক্তরাষ্ট্রে ৬৬ লাখ ব্যক্তির ১ কোটি ডলার বেকার ভাতা দাবি

যুক্তরাষ্ট্রে লকডাউন কিংবা কোয়ারেন্টাইনে থাকা ৬৬ লাখ ব্যক্তি সরকারের কাছে বেকার ভাতার আবেদন জানিয়েছেন। সিএনএন,আরটি ও স্পুটনিক এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

তবে অর্থনীতিবিদরা বলছেন আবেদনকারীর সংখ্যা ৪০ লাখের কাছাকাছি হবে। মার্কিন শ্রম বিভাগ বলছে গত ২৮ মার্চ এধরনের আবেদনকারীর সংখ্যা ৬৬ লাখ ৪৮ হাজার হলেও এর আগের সপ্তাহের চেয়ে আবেদন জমা পড়েছে ৩৩ লাখ ৪১ হাজার বেশি।

পেনসিলভানিয়া, ওহাইও ও ম্যাসাচুয়েটস এই তিন মার্কিন রাজ্য থেকে ৩ লাখেরও বেশ আবেদন জমা পড়েছে। গত ২১ মার্চ নাগাদ ৩৩ লাখ ব্যক্তি বেকার ভাতার আবেদন করলে তা ১৯৮২ সালের রেকর্ড ছাড়িয়ে যায়। সাধারণত সপ্তাহে এধরনের আবেদন জমা পড়ে ৬ লাখ ৯৫ হাজার।

বেকারভাতার আবেদন বৃদ্ধি পেয়েছে ৩০০০%। যুক্তরাষ্ট্রে মোটামুটি ৬ শতাংশ অর্থাৎ ১৬৫ মিলিয়নের শক্তিশালী কর্মী বাহিনী রয়েছে। তবে করোনাভাইরাসের কারণে বেকারত্বের হার সাড়ে ৯ থেকে ১০.১ শতাংশে দাঁড়িয়েছে বলে দাবি করেছেন রিফিনিটিভ কনসেনসাস’এর প্রধান অর্থনীতিবিদ জোসেফ ব্রুসুয়েলাস। তবে এত বিপুল পরিমানে বেকার ভাতার দাবিটিও যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত