ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

লকডাউন না মানায় গুলি করে হত্যা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২০, ১১:২৩

লকডাউন না মানায় গুলি করে হত্যা

করোনাভাইরাসের ঠেকাতে আফ্রিকার দেশ নাইজেরিয়াও লকডাউন ঘোষণা করা হয়েছে। তারপরেও সাধারণ মানুষ বাড়ি থেকে বের হওয়ায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, দেশটির দক্ষিণের রাজ্য ডেলটার ওয়ারি শহরে স্থানীয় বাসিন্দা জোসেফ পেসু নামে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করে সেনা সদস্যরা। ওই সেনাদল এলাকাটিতে লকডাউন কার্যকরে নিয়োজিত ছিল।

এ ঘটনাটি ঘটনার পর তরুণরা বিক্ষোভ করেছে। তারা রাস্তায় আগুন জ্বালায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে ওই ব্যক্তিকে গুলি করে হত্যা করায় শুক্রবার ওই সেনাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • পঠিত