ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ স্লোভেনিয়া

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২০, ১৭:৫৪

ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ স্লোভেনিয়া

ইউরোপের প্রথম করোনা মুক্ত দেশ স্লোভেনিয়া। দেশটিতে করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জ্যানেজ জানসা।

গত ২ মাসের প্রচেষ্টায় করোনাকে পরাজিত করতে সক্ষম হয়েছেন বলে জানান তিনি। এ পরিস্থিতিতে লকডাউন অনেকটাই শিথিল করা হয়েছে স্লোভেনিয়ায়। শুধুমাত্র ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নাগরিকদের জন্য স্লোভেনিয়ায় প্রবেশের পর ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়।

তবে সংক্রমণ রোধে অন্যান্য কিছু নিষেধাজ্ঞা বহাল থাকবে। করোনার উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের দেশে প্রবেশ করতে না দেয়ার সিদ্ধান্তও নিয়েছে দেশটি।

২০ লাখ মানুষের দেশ স্লোভেনিয়ায় করোনায় মোট ১০৩ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে প্রথম সংক্রমণ শনাক্ত হয় ৪ মার্চ।

  • সর্বশেষ
  • পঠিত