ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের সব চুক্তি বাতিল

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২১ মে ২০২০, ১৩:২৯

ইসরায়েল, যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনের সব চুক্তি বাতিল
প্রতীকী ছবি

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস মঙ্গলবার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সব চুক্তি ও বোঝাপড়া শেষ করার ঘোষণা দিয়েছেন৷ দখলকৃত পশ্চিম তীরে নির্মিত ইহুদিদের বসতি ও জর্ডান উপত্যকার উপর ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা পরিকল্পনার প্রতিবাদে এই সিদ্ধান্ত নেন আব্বাস৷

এসব চুক্তি ও বোঝাপড়ার শর্ত হিসেবে নিরাপত্তা সহযোগিতাসহ যেসব আইনগত বাধ্যবাধকতা ছিল সেগুলো এখন বিলুপ্ত হয়ে যাবে বলে জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট৷ ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা এসব তথ্য জানিয়েছে৷

মাহমুদ আব্বাস অতীতে বেশ কয়েকবারই নিরাপত্তা সহযোগিতা ছিন্ন করার হুমকি দিয়েছিলেন৷ তবে শেষ পর্যন্ত তা করেননি৷ তার নতুন ঘোষণার বিস্তারিত এখনও তিনি জানাননি৷ ফলে বাস্তবে বিষয়টি কীরকম হবে তা বোঝা যাচ্ছে না৷ সূত্র: ডয়চে ভেলে।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত