ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

এ বছরই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা চীনের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ মে ২০২০, ১৭:২৫

এ বছরই ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা চীনের

এ বছরের শেষের দিকে কিছু মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান গাউ ফু।

সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার বেইজিংয়ে চাইনিজ পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সে গাও বলেন, জাতীয় টিকাদান কর্মসূচি কারা কখন টিকা পাবে, তা নিয়ে নিবিড়ভাবে কাজ করবে।

তিনি আরও বলেন, কে এই ভ্যাকসিন গ্রহণের জন্য যোগ্য হবে, তা নির্ধারণে নির্দেশিকা তৈরি করছে জাতীয় টিকাদান কর্মসূচি।

গাও বলেছেন, একটি মানসম্পন্ন চিকিৎসা বিকাশ হতে ১২ থেকে ১৮ মাস সময় লাগতে পারে। জরুরি অবস্থা বা বিশেষ প্রয়োজনের নির্দিষ্ট গ্রুপের মানুষের জন্য ভ্যাকসিন ব্যবহার করা যেতে পারে। তবে এটি গণহারে ব্যবহার করা ঠিক হবে না। কেবল নির্দিষ্ট গ্রুপ পাবে।

করোনা পরিস্থিতিতে বিশ্বজুড়ে এখন পর্যন্ত প্রায় ১২০টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তবে চীনের তিয়ানজিনভিত্তিক ক্যানসিনো ও একাডেমি অব মিলিটারি মেডিকেল সায়েন্সেস যৌথভাবে একটি ভ্যাকসিন তৈরি করেছে। যা চীনে ক্লিনিক্যাল পরীক্ষার দ্বিতীয় ধাপে রয়েছে। কানাডা কর্তৃপক্ষ এ ভ্যাকসিনটি সেখানে পরীক্ষার অনুমতি দিয়েছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত