ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৯ মিনিট আগে
শিরোনাম

ইরাকে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে সৌদি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৫ মে ২০২০, ০৩:১৯  
আপডেট :
 ২৫ মে ২০২০, ০৩:২৭

ইরাকে রাষ্ট্রদূত ফেরত পাঠাচ্ছে সৌদি
ইরান ও সৌদির পতাকা। ফাইল ছবি

সৌদি আরব ইরাকে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে আবার বাগদাদে ফেরত পাঠাবে বলে ঘোষণা করেছে। ইরাকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (আইএস) পরাজিত হওয়ার পর ইরাকের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার অংশ হিসেবে এ পদক্ষেপ নিতে যাচ্ছে রিয়াদ।

রিয়াদ সফররত ইরাকের উপ প্রধানমন্ত্রী আলী আলাভি’র সঙ্গে এক বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দিয়েছেন বলে ‘সৌদি গেজেট’ পত্রিকা জানিয়েছে।

প্রিন্স ফয়সাল বলেন, ইরাকের সঙ্গে সম্পর্ক আরো শক্তিশালী করতে চায় রিয়াদ এবং এ লক্ষ্যেই সৌদি রাষ্ট্রদূতকে বাগদাদে ফেরত পাঠানো হচ্ছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরাক সরকার দেশটিতে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে চেষ্টা চালাচ্ছে তার প্রতি রিয়াদের পূর্ণ সমর্থন রয়েছে। সৌদি আরব বিদেশি হস্তক্ষেপ ছাড়া ইরাকের সার্বভৌমত্ব অক্ষুণ্ন থাকুক তা দেখতে চায়। সূত্র: পার্সটুডে।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত