ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

ইতালিতে বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২০, ১৪:৪০

ইতালিতে বাড়ছে জরুরি অবস্থার মেয়াদ

করোনা বিস্তার বাড়তে থাকায় জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে পারে বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে। রয়টার্সের এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী গিসেপে কন্তে জরুরি অবস্থার মেয়াদ বাড়তে পারে বলে জানান। যদিও আগামী ৩১ জুলাই দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

গত বছরের জানুয়ারিতে ছয় মাসের জরুরি অবস্থা জারি করে ইতালি। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার প্রকোপ ধরা পড়ে। এর কিছুদিন পর ইতালিতে দুই চীনা পর্যটকের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়।

সে কারণে জানুয়ারির শেষ দিক থেকেই দেশব্যাপী জরুরি অবস্থা জারি করা হয়। তবে চলতি মাসে তা শেষ হওয়ার কথা থাকলেও হচ্ছে না। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনই জরুরি অবস্থা তুলে না নিয়ে সময় বাড়ানোর পরিকল্পনা করছে ইতালি সরকার।

বাংলাদেশ জার্নাল/ এমএম

  • সর্বশেষ
  • পঠিত