ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

করোনায় ভয়াবহ পরিস্থিতিতে বেঙ্গালুরু

  ময়ুখ বসু, কলকাতা

প্রকাশ : ২৭ জুলাই ২০২০, ১০:১৬

করোনায় ভয়াবহ পরিস্থিতিতে বেঙ্গালুরু

প্রাণঘাতী ভাইরাস করোনায় ভয়াবহ পরিস্থিতিতে চলে গেছে ভারতের কর্নাটক রাজ্যের বেঙ্গালুরু। সেখানে করোনা চিকিৎসা পরিষেবা নিয়ে বাড়ছে সংকট। চিতিৎসকেরা জানিয়েছেন, বেঙ্গালুরুতে করোনা রোগীদের চিকিৎসায় ওষুধ পাওয়া যাচ্ছে না। যার ফলে সংক্রমিতদের চিকিৎসা দিতে দেরি হচ্ছে। এমনকি করোনা রোগীদের দেখাশুনা করার লোকেরও সংকট দেখা দিয়েছে।

জানা গেছে, কর্নাটকের তথ্য প্রযুক্তি শহর বলে পরিচিত বেঙ্গালুরুতে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ। ইতোমধ্যে সেখানে ৮ গুন বেড়েছে করোনা সংক্রমণ। গত ১ জুলাই বেঙ্গালুরুতে যেখানে করোনা সংক্রমণের সংখ্যা ছিলো ৫ হাজার ২৯০ জন। ২৫ জুলাই সেখানে সেটা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ হাজার ৫০৩ জন।

ক্রমাগত বাড়ছে করোনা সংক্রমণ। দ্রুতহারে করোনা ছড়িয়ে পড়ার কারণে বেঙ্গালুরুতে ওষুধের সংকট দেখা দিয়েছে। লোকবল কম থাকার কারণে করোনা রোগীদের দেখাশুনা করার লোকেরও অভাব দেখা দিয়েছে। বেঙ্গালুরুতে স্বাস্থ্যকর্মীদের অনেকেই করোনায় সংক্রমিত হয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, করোনা সংক্রমিত রোগীদের পরিবারের লোকেরা চাইছেন আক্রান্তদের হাসপাতালে ভর্তি করতে। ফলে হাসপাতালগুলিতে সিট পাওয়া যাচ্ছে না। যে কারণে হোটেলগুলিতে করোনা রোগীদের থাকার ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ওয়াইএ

  • সর্বশেষ
  • পঠিত