ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

ভারত-পাকিস্তানের পানি যুদ্ধ থেকে পিছালো বিশ্বব্যাংক

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২০, ২১:৪৪

ভারত-পাকিস্তানের পানি যুদ্ধ থেকে পিছালো বিশ্বব্যাংক

ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক কিছু সমস্যা প্রায়ই আন্তর্জাতিক অঙ্গনে উত্তাপ ছড়ায়। পাক গণমাধ্যম ডনের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

দেশ দুটির মধ্যে অভিন্ন নদীর পানি বন্টন নিয়ে দীর্ঘ সময় ধরে সমস্যা চলে আসছে। দীর্ঘ দিনের এ সমস্য সমাধানের দায়িত্ব বর্তায় বিশ্বব্যাংকের উপরে। তবে পরমাণু শক্তিধর দেশ দুটির সমস্যা সমাধানের নির্ধারিত সময় দেয়া থাকলেও কোন সমাধান দিতে অপারগতা প্রকাশ করে বিশ্ব অর্থনীতির নীতি নির্ধারক এ সংস্থাটি। এমনকি নিজেদেরকে সমস্যা সমাধান করে কেটে পরে বিশ্বব্যাংক।

পাকিস্তান যখন কোর্ট অফ অব্রিট্রেশনে পানি সমস্যার সমাধান চাচ্ছিলো ভারত তখন নিরপেক্ষ কোন সংস্থার সহায়তায় তাদের দুটি পানিবাহিত বিদ্যুৎ প্রকল্পের সমাধান খুঁজতেছিল।

১৯৬০ সালের ইন্দো পানি চুক্তি অনুযায়ী দেশ দুটিকে সমস্যা সমাধান করতে সহায়তা করছিল বিশ্বব্যাংক। সে সময় চুক্তিতে সংস্থাটি সহায়তা করলেও এখন সুর পাল্টে বিশ্বব্যাংক বলছে কোন স্বাধীন সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব বিশ্বব্যাংকের নেই বলেও জানানো হয়। অথচ পাকিস্তানের আবেদনের প্রেক্ষিতে ৪ বছর পর শুনানীর সময় নির্ধারণ করেছিল সংস্থাটি।

এতে করে দেশ দুটির মধ্যে কিভাবে বছরের পর বছর ধরে চলে আসা এ সমস্যার সমাধান হবে সেটা নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ জার্নাল/ এনই/এমএম

  • সর্বশেষ
  • পঠিত