ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

এবার কমলার জন্ম নিয়েই প্রশ্ন ট্রাম্পের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৬:১৩  
আপডেট :
 ১৪ আগস্ট ২০২০, ১৭:০১

এবার কমলার জন্ম নিয়েই প্রশ্ন ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার জন্মস্থান ও প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার যোগ্যতা নিয়ে অনেকবার প্রশ্ন তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে দেশটির ভাইস প্রেসিডেন্ট প্রার্থী প্রথম কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিসের জন্মস্থান ও প্রার্থী হওয়ার যোগত্য নিয়েও আবার প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

প্রথম কোন এশিয়ান-আমেরিকান নারী প্রার্থী হিসেবে মার্কিন নির্বাচনে অংশ নেওয়া কমলা ১৯৬৪ সালে জ্যামাইকান পিতা ও ভারতীয় মায়ের সংসারে ক্যালিফোর্নিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। সাবেক এ ক্যালিফোরনিয়ার সিনেটর প্রথম নির্বাচনী প্রচারণাতেই ট্রাম্পের কঠোর সমালোচনা করেন। আর এর জবাবে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আগের কৌশলে ওবামার মতোই কমলার প্রার্থীতা নিয়েই প্রশ্ন তুলেন।

ট্রাম্প একজন প্রাজ্ঞ আইনজীবীর কাছ থেকে কমলার প্রার্থীতার অযোগ্যতার বিষয়ে শুনেছেন বলে উল্লেখ করেন। কমলা যুকক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেননি বলে ট্রাম্প জোড় দিয়ে দাবি করেন।

এর আগে ২০১৬ সালে ট্রাম্প তার রিপাবলিকান প্রতিদ্বন্ধি ট্রেড ক্রুজের জন্মস্থান নিয়েও প্রশ্ন তুলেছিলেন।

  • সর্বশেষ
  • পঠিত