ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

নাম ঘোষণার ৪৮ ঘন্টায় ৪৮ মিলিয়ন ডলার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২০, ১৮:২৩

নাম ঘোষণার ৪৮ ঘন্টায় ৪৮ মিলিয়ন ডলার

যুক্তারাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন রানিংমেট হিসেবে এশিয়ান বংশদ্ভূত কৃষ্ণাঙ্গ নারী কমলা হ্যারিসের নাম ঘোষনার ৪৮ ঘণ্টার মধ্যে ৪৮ মিলিয়ন ডলার অর্থ জমা পড়ে নির্বাচনী ক্যাম্পে। প্রচারণা ক্যাম্পে কাজ করা একজন মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

গত মঙ্গলবার দেশটির সাবেক ভাইস পেসিডেন্ট বাইডেত তার মানিংমেট হিসেবে কমলার নাম ঘোষণা করেছিল। দেশটির ইতিহাসে এ প্রথম কোন কৃষ্ণাঙ্গ নারী মার্কিন ভাইস-প্রেসিডেন্ট পদে লড়ছেন। দেশটিতে কিছুদিন আগে পুলিশের গুলিতে জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গ নিহত হওয়ার পর ব্যাপক আন্দোলন চলতে থাকে। এ বিক্ষোভ দেশটিতে শ্রেণী-বৈষম্যরোধে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। ফলে এ সময়ে একজন কৃষ্ণাঙ্গ নারীকে বেছে নিয়ে বাইডেন একটি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছেন বলে বলছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক।

তাছাড়া একজন ইমিগ্রেন্টস হিসেবে তিনি দীর্ঘদিন অধিকার আদায়ে পরিচিত মুখ হিসেবে নিজেকে চিনিয়েছেন। ফলে কমলার নাম ঘোষণার পরে নির্বাচনী অর্থ উত্তোলনে নতুন গতি পেয়েছে বলে মনে করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পঠিত