ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পোর্টল্যান্ড অস্থিরতায় ট্রাম্প-বাইডেন মুখোমুখি

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২০, ১১:৪৬  
আপডেট :
 ৩১ আগস্ট ২০২০, ১১:৫২

পোর্টল্যান্ড অস্থিরতায় ট্রাম্প-বাইডেন মুখোমুখি

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে পাল্টাপাল্টি বিক্ষোভ ও সহিংসতায় একজন নিহতের ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন একে-আপরকে দোষারুপ করছেন। রাজ্যটির ডেমোক্রেটিক মেয়রকে দায়ি করে ট্রাম্প অভিযোগ করেন মেয়র তার রাজ্যে মৃত্যু ও ধ্বংসের অনুমোদন দিয়েছে। খবর বিবিসির।

অন্যদিকে ট্রাম্পকে দায়ি করে বাইডেন বলেন, ‘প্রেসিডেন্ট বেপোরোয়াভাবে সহিংসতাকে উস্কে দিচ্ছেন।’ শনিবার রাজ্যটিতে ট্রাম্প সমর্থক ও বর্ণবাদ-বিরোধী বিক্ষোভকারীদের র‌্যালিতে পাল্টা-পাল্টি হামলায় একজন নিহত হয়। দেশটিতে কৃষ্ণাঙ্গ নাগরিক ফ্লয়েড হত্যার পর থেকেই পোর্টল্যান্ডে বর্ণবাদবিরোধী বিক্ষোভের অন্যতম কেন্দ্র হিসেবে পরিণত হয়।

রাজ্যটির মেয়র উত্তেজিত জনতাকে সহিংতার বিষয়ে সতর্ক করে দেয়। পাশাপাশি ট্রাম্পের সমালাচনার কড়া জবাব দিয়ে বলেন, এ প্রেসিডেন্ট ঘৃণা ও বিভক্তির সৃষ্টি করেছেন।

নকি

  • সর্বশেষ
  • পঠিত