ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

আদিবাসীর তীরেই প্রাণ গেল আদিবাসী বিশেষজ্ঞের

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২০, ১৬:৫৩

আদিবাসীর তীরেই প্রাণ গেল আদিবাসী বিশেষজ্ঞের

ব্রাজিলের শীর্ষ এক আদিবাসী বিশেষজ্ঞ অ্যামাজনের গহীন অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসীদের আবাসস্থলের কাছে গিয়ে বুকে তীরবিদ্ধ হয়ে মারা গেছেন। অ্যামাজনের আদিবাসীদের নিয়ে গবেষণা করে খ্যাতি পাওয়া এই বিশেষজ্ঞ মারা গেলেন আদিবাসীদেরই তীরে। খবর বিবিসির।

রাইলি ফ্রান্সিসকাতো নামের এই বিশেষজ্ঞ ব্রাজিলের উত্তর-পশ্চিমাঞ্চলের রনডোনিয়া রাজ্যের প্রত্যন্ত অঞ্চলে বুধবার মারা গেছেন। দেশটির সরকারের আদিবাসীবিষয়ক সংস্থা ফুনাইয়ের কাজের অংশ হিসেবে অ্যামাজনের অরণ্যে উপজাতি একটি গোষ্ঠীর কার্যক্রম পর্যবেক্ষণ করতে গিয়েছিলেন তিনি। আদিবাসীদের অধিকার রক্ষা ও পরিবেশ নিয়ে তিনি বিভিন্ন সংস্থার হয়ে কাজ করেছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী এক পুলিশ সদস্য জানান আহত হওয়ার পরে তিনি বুক থকে তীর খুলতে সক্ষম হয়েছিলেন। পরে ৫০ মিটার দূরে গিয়ে মাটিতে পড়ে যান তিনি। তার সাথে নিরাপত্তার জন্য পুলিশ সদস্য ছিল। তিনি নিজেকে রক্ষা করতে পুলিশের একটি গাড়ির পিছনে অবস্থান নিয়েছিলেন। তবে একটি তীর এসে সব মেষ করে দেয়।

নকি

  • সর্বশেষ
  • পঠিত