ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

সীমিত আকারে চালু হচ্ছে ওমরাহ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪১

সীমিত আকারে চালু হচ্ছে ওমরাহ

দীর্ঘদিন বন্ধ থাকার পর নাগরিককে সীমিত আকারে সুযোগ দেওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাস মহামারীর মধ্যে ওমরাহ হজ চালুর পরিকল্পনা করছে সৌদি আরব সরকার। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পক্ষ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করার অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে দেশটি। খবর গলফ নিউজের।

প্রথমে বৈধ ভিসাধারী ও আবাসিকতার অনুমোদনপ্রাপ্তদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে তাদের অবশ্যই করোনাভাইরাসমুক্ত থাকতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, মহামারী পরিস্থিতির হালনাগাদ পর্যালোচনা করে ক্রমান্বয়ে উমরাহ হজের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা ঘোষণা করা হবে।

নির্দিষ্ট শর্তপূরণসাপেক্ষে নাগরিকদের প্রথমে ওমরাহ করার সুযোগ দেওয়া হবে। করোনাভাইরাসমুক্ত থাকার সনদ সঙ্গে থাকা বাধ্যতামূলক করা হবে। করোনাভাইরাস সতর্কতামূলক পদক্ষেপ ও প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনেই ওমরাহ চালু করা হবে। হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবিষয়ে শর্তাদি শিগগির ঘোষণা করবে বলে সূত্র উদ্ধৃক করে খবরে বলা হয়েছে।

এজন্য একটি মোবাইল অ্যাপ থাকবে যেখানে প্রত্যেকের হজের তারিখ ও সময় নির্দিষ্ট করা থাকবে। সব শর্ত পূর্ণ করলেই কেবল ওমরাহ হজের অনুমোদন দেওয়া হবে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত