ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪৩ মিনিট আগে
শিরোনাম

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫০  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৬:১৪

ভারতে একদিনে রেকর্ড সংখ্যক রোগী শনাক্ত

ভারতে গত ২৪ ঘণ্টায় প্রায় এক লাখ রোগী শনাক্তের রেকর্ড হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে ৯৭ হাজার ৮৯৪ জনের দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ১৩২ জন।

সংক্রমণের সংখ্যায় বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫১ লাখ ১৮ হাজার ২৫৩ জনে। একই সময়ে ৮৩ হাজার ১৯৮ জনের মৃত্যু হয়েছে।

টানা এক মাসেরও বেশি সময় ধরে ভারতে প্রতিদিনই বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হচ্ছে। টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন এক হাজারেরও বেশি রোগীর মৃত্যু রেকর্ড হচ্ছে। দিন দিন মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

ভারতে করোনায় সবচেয়ে বেশি শনাক্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরপ্রদেশ, দিল্লি, পশ্চিমবঙ্গ, তেলেঙ্গানা, উড়িষ্যা, বিহার, আসাম, কেরালা ও গুজরাট।

১ লাখ ৯৬ হাজার ৮০২টি মৃত্যুর নিয়ে এ তালিকায় বিশ্বে শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৮ লাখেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর ১ লাখ ৩৪ হাজার ১০৬টি মৃত্যু নিয়ে ব্রাজিল আছে দ্বিতীয় স্থানে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২১ হাজার ৬৮৬।

উৎপত্তিস্থল চীনে আক্রান্তের সংখ্যা ৮৫ হাজার ২২৩। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ৯৭ হাজারের বেশি শনাক্ত

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত