ঢাকা, শনিবার, ০৭ ডিসেম্বর ২০২৪, ২২ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৫ ঘন্টা আগে
শিরোনাম

ফার্স্ট লেডিসহ এবার কোয়ারেন্টিনে ট্রাম্প!

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২০, ০৯:৫০  
আপডেট :
 ০২ অক্টোবর ২০২০, ১১:৪০

ফার্স্ট লেডিসহ এবার কোয়ারেন্টিনে ট্রাম্প!

এক উপদেষ্টার করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসায় কোয়ারেন্টাইনে আছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এক টুইট বার্তায় ট্রাম্প নিজেই এ তথ্য জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প দুজনেই করোনাভাইরাস পরীক্ষা করবেন। খবর বিবিসির।

ট্রাম্প টুইটে জানিয়েছে, ৩১ বছর বয়সী হোপ হিক্সের করোনা ভাইরাস পজিটিভ আসার পর আমরা উভয়ই এখন টেস্ট ফলাফলের অপেক্ষায় আছি।

হোপ হিক্স ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। ট্রাম্পের সঙ্গে তার সংস্পর্শ ছিল। অর্থাৎ ট্রাম্পের নিকটতম সহায়ক তিনি। এছাড়া হোপ হিক্স এখনও করোনা ভাইরাস পজিটিভ বলেও জানিয়েছেন ট্রাম্প।

এই সপ্তাহের শুরুতে ওহিওতে একটি টিভি বিতর্কের জন্য এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্পের সঙ্গে ভ্রমণ করেছিলেন হোপ হিক্স। শুধু তা-ই নয়, ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) প্লেন থেকে নামার সময় হিক্সকে মাস্ক পরা ছাড়াও দেখা গেছে ছবিতে।

ট্রাম্পের সাথে যারা কাজ করেন এমন অনেকের টেস্ট করানো হবে বলে হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে।

আরো পড়ুন: ট্রাম্পকে ‘পুতিনের কুকুর’ বললেন বাইডেন

বাংলাদেশ জার্নাল/ নকি

  • সর্বশেষ
  • পঠিত