ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ভেঙে গেছে বন্ড সিরিজের সেই টেলিস্কোপটি

  আন্তর্জাতিকে ডেস্ক

প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২০, ১২:৫১

ভেঙে গেছে বন্ড সিরিজের সেই টেলিস্কোপটি
ভেঙে যাওয়া টেলিস্কোপ

হলিউডের চলচ্চিত্রের জেমস বন্ডের ‘গোল্ডেন আই’ ছবিটিতে এ টেলিস্কোপ বিশেষভাবে দেখানো হয়েছিল। পুয়ের্তো রিকোতে অবস্থিত আইকনিক টেলিস্কোপটি ৫৭ বছর ধরে জ্যোতির্বিদদের মহাকাশের বিভিন্ন গবেষণায় সাহায্য করে যাচ্ছিল। কিন্তু গতকাল মঙ্গলবার ভেঙে পড়েছে ৩০৫ মিটারের বিশাল ওই টেলিস্কোপ। সিএনএন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন (এনএসএফ) বলেছে, টেলিস্কোপটির ৯০০ টন যন্ত্রপাতি ৪৫০ ফুট ওপর থেকে রিফ্লেকটর ডিশের ওপর পড়ে যায়।

পুয়ের্তো রিকোর এই আরেসিবো অবজারভেটরি বিশ্বের অন্যতম বড় একটি অবজারভেটরি ছিল। ৫৭ বছর ধরে বৈজ্ঞানিক গবেষণায় এ টেলিস্কোপ থেকে পাওয়া তথ্য ব্যবহার হয়ে আসছে। এনএসএফ বলছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

এর আগে গত আগস্ট মাসে দুটি তার ছিঁড়ে যাওয়ার পর ওই কাঠামোর ক্ষতি হয়েছিল। তখনই কর্মকর্তারা এ অবজারভেটরি বন্ধ করে দিয়েছিলেন। গত মাসে পরিস্থিতি পর্যবেক্ষণ করার পর যন্ত্রাংশ ভেঙে পড়ার ঝুঁকির কথাও বলা হয়েছিল। এটি ঠিক করার কোনো পথ ছিল না।

এখন এনএসএফের কর্মকর্তারা বলছেন, পুরোপুরি ভেঙে ফেলা হবে এ রেডিও টেলিস্কোপ।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত