প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২১, ২২:০২
জার্মানিতে প্রবাসী রেস্তোরাঁ ব্যবসায়ীদের দুরবস্থা
জার্মানিতে দ্বিতীয় দফায় লকডাউনের সময়সীমা বাড়ানোয় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি হয়েছেন রেস্তোরাঁ ব্যবসায় বিনিয়োগকারীরা।
|আরো খবর
ভেরাক্রুজ রেস্তোরাঁর মালিক কুমিল্লার মাসুদুর রহমান বলেন, ‘করোনার আগে আমার রেস্টুরেন্টে ২০ জন কাজ করত আর এখন ১০ জন করছেন। তারপরও আমি পুরো সময় কাজ দিতে পারছি না। আর যে ১০ জন ছিলেন তারা অসহায় হয়ে পড়েছেন। কেউ উবার বা গাড়ি চালিয়ে দিনযাপন করছেন।’
তিনি আরও বলেন, ‘গত ত্রিশ বছরেও এমন অর্থনৈতিক সংকটের মুখোমুখি হইনি। প্রায় প্রতিদিনই কর্মহীন হচ্ছেন লাখ লাখ মানুষ।’
জানা যায়, শুধু রেস্তোরাঁ ব্যবসায়ী নয়, করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাড়ছে দুশ্চিন্তা। সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যেতে পারে বলছেন অর্থনীতিবিদরা।
বাংলাদেশ জার্নাল/কেআই