ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

শামিমার ভাগ্য নির্ধারণ আজ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৪:১০  
আপডেট :
 ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১৬:২৩

শামিমার ভাগ্য নির্ধারণ আজ
ফাইল ছবি

শামিমা বেগমকে সিরিয়া থেকে নিজ দেশে ফিরতে সুযোগ দেয়া হবে কিনা; আজ শুক্রবার সেই রায় ঘোষণা করতে যাচ্ছে ব্রিটেনের সুপ্রিমকোর্ট। বার্তা সংস্থা এএফপি ও বিবিসি এমন খবর দিয়েছে।

নাগরিকত্ব বাতিল হওয়ার সিদ্ধান্ত আইনগতভাবে মোকাবিলায় ব্রিটেনে ফিরে যাওয়ার অনুমতি চেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণী।

তার দাবি, ব্রিটিশ সরকারের এই সিদ্ধান্ত বেআইনি। এতে তিনি রাষ্ট্রহীন হয়ে পড়েছেন এবং তার মৃত্যুর ঝুঁকি রয়েছে।

সিরিয়ায় আইএসে যোগ দেয়ায় বছর দুয়েক আগে জাতীয় নিরাপত্তা কথা বিবেচনা নিয়ে তার নাগরিকত্ব বাতিল করে দেয়া হয়েছিল। তখন ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন সাজিদ জাভিদ।

জিহাদি গোষ্ঠীদের যোগ দেয়া নাগরিকদের প্রতি দেশগুলো কী রকম আচরণ করে, তার একটি পরীক্ষা হিসেবে দেখা হবে এই রায়কে।

স্কুলের দুই বন্ধুকে সঙ্গে নিয়ে শামিমা যখন সিরিয়ায় পাড়ি জমান, তখন তার বয়স ছিল ১৫ বছর। পরে এক আইএস যোদ্ধাকে বিয়ে করেন তিনি।

সিরিয়ার ক্যাম্পে বর্তমানে এই ২১ বছর বয়সী তরুণী দুর্গত অবস্থায় রয়েছেন। তার স্বামী সিরীয় কারাগারে আছেন বলে মনে করা হচ্ছে এবং তাদের তিনটি সন্তানই মারা গেছে।

বাংলাদেশ জার্নাল/এনএইচ

  • সর্বশেষ
  • পঠিত