ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

রেমডিসিভির রপ্তানি নিষিদ্ধ করলো ভারত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ০৯:৩৯  
আপডেট :
 ১২ এপ্রিল ২০২১, ১৩:৩৯

রেমডিসিভির রপ্তানি নিষিদ্ধ করলো ভারত
ছবি- সংগৃহীত

অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভির এবং এটি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল রপ্তানি রোববার থেকে নিষিদ্ধ করেছে ভারত। সম্প্রতি দেশটিতে করোনা সংক্রমণ হার বেড়ে যাওয়ায় এ রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের চাহিদাও তাই বেড়ে গেছে বহুগুণ।

করোনা সংক্রমিত গুরুতর অসুস্থদের চিকিৎসায় অ্যান্টি-ভাইরাল ওষুধ রেমডিসিভির ব্যবহার কয়া হয়। বিশ্বের অনেক দেশ হাসপাতালে ভর্তি করোনা আক্রান্ত গুরুতর রোগীদের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহারের অনুমতি দিয়েছে।

যদিও গত বছর নভেম্বরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে হাসপাতালে ভর্তি রোগীদের জন্যও রেমডিসিভির ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়। বলা হয়, রেমডিসিভিরের ব্যবহারে গুরুতর ‍অসুস্থ কোভিড-১৯ রোগী বা অন্যদের অবস্থার উন্নতি হওয়ার কোনো প্রমাণ নেই।

তারপরও ভারতসহ অনেক দেশ করোনাভাইরাসের চিকিৎসায় এর ব্যবহার অব্যাহত রেখেছে।

বাংলাদেশ জার্নাল/আর

  • সর্বশেষ
  • পঠিত