ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বাস-ট্রাক সংঘর্ষে মিশরে ২২ জন নিহত

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২১, ১৭:০৪  
আপডেট :
 ১৪ এপ্রিল ২০২১, ১৭:০৬

বাস-ট্রাক সংঘর্ষে মিশরে ২২ জন নিহত
সংগৃহীত ছবি।

মিশরে বাস ট্রাক সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বুধবার দেশটির দক্ষিণ অঞ্চলে ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছে তিনজন।

বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে সড়কে উল্টে যায়। এসময় ট্রাকটির সঙ্গে বাসটির সংঘর্ষ হয়।

এক বিবৃতিতে আস্যুত গভর্নোরেটের গভর্নর এসাম সাদ জানিয়েছেন, বাসটি রাজধানী শহর কায়রো থেকে ভ্রমণ করছিলো। চলার পথে রাজধানী শহর থেকে ৩২০ কিলোমিটার দূরে আস্যুত এলাকায় গিয়ে বাসটি উল্টে যায়।

বেপরোয়াভাবে গাড়ি চালানো এবং রাস্তার বেহাল দশার কারণে মিশরে প্রায়ই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির খবর পাওয়া যায়। সম্প্রতি দেশটিতে হওয়া বেশ কয়েকটি সড়ক ও রেল দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের মৃত্যুও হয়েছে। গত মার্চ মাসে গিজা গভর্নোটে একটি মিনি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের ফলে ৮০ জন নিহত হয়।

এছাড়া একই মাসে রাজধানীর দক্ষিণ অঞ্চলে তাহতা এলাকায় দুটি ট্রেনের মুখোমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয় এবং আহত হয় ২০০ জন।

মিশরের সরকারি পরিসংখ্যান বলছে, ২০১৯ সালে দেশটিতে অন্তত ১০ হাজার সড়ক দুর্ঘটনা হয়েছে। গত বছর দুর্ঘটনায় নিহতের সংখ্যা তিন হাজার ৪৮০ জন। এছাড়া ২০১৮ সালে ৮ হাজার ৪৮টি সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮০ জনের মৃত্যু হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত