ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

বিপর্যস্ত ভারতে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু ২২৬৩

বিপর্যস্ত ভারতে সংক্রমণের নতুন রেকর্ড, মৃত্যু ২২৬৩
ভারত বাড়ছে করোনা

টানা দ্বিতীয় দিনের মতো ভারতে একদিনেই তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। বিগত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে তিন লাখ ৩২ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে দুই হাজার ২৬৩ জনের। আনন্দবাজার।

গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা কখনও এক লাখ পেরোয়নি। ২০২১ সালের ৫ এপ্রিল প্রথমবারের মতো দৈনিক সংক্রমণ এক লাখ অতিক্রম করে। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল শনাক্ত ছাড়ায় দুই লাখের গণ্ডি। এর এক সপ্তাহের মাথায় বৃহস্পতিবার এ সংখ্যা তিন লাখ ছাড়িয়ে যায়। শুক্রবারে টানা দ্বিতীয় দিনের মতো এই সংখ্যা তিন লাখ অতিক্রম করে। মারাত্মক আকারে সংক্রমণ বাড়তে থাকার মধ্যে ভারতের কিছু শীর্ষ হাসপাতালে দেখা দিয়েছে প্রচণ্ড অক্সিজেন সংকট।

যুক্তরাষ্ট্রের পর ভারতই এখন সবচেয়ে বেশি করোনা সংক্রমিত দেশ। সংক্রমণ বাড়তে থাকায় শুক্রবার ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনি সফর বাতিল করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর পরিবর্তে করোনা পরিস্থিতি বিশ্লেষণ করতে উচ্চ-পর্যায়ের একটি বৈঠক করবেন তিনি।

ভারতের সবচেয়ে বিপর্যস্ত রাজ্য মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজার ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে রাজ্যটির মোট রোগীর পরিমাণ দাঁড়িয়েছে ৪০ লাখ ৯৪ হাজার। মহারাষ্ট্রের পর কেরালা, কর্নাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশই হচ্ছে সবচেয়ে বেশি সংক্রমিত রাজ্য।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩২৪ জনের মৃত্যু হয়েছে রাজধানী দিল্লিতে। একই সময়ে আক্রান্ত হয়েছে ২৬০০ জনের। প্রতিবেশি রাজ্য হরিয়ানায় শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে সব দোকান বন্ধ থাকবে। এছাড়া সব ধরনের অপ্রয়োজনীয় জমায়েতও নিষিদ্ধ থাকবে।

সংক্রমণ বাড়তে থাকায় বেশ কয়েকটি দেশ ভারত থেকে যাতায়াত নিষিদ্ধ করেছে। সংযুক্ত আরব আমিরাত ভারত থেকে সব ফ্লাইট নিষিদ্ধ করেছে। এছাড়া কানাডা ভারত ও পাকিস্তানের সব ফ্লাইট আগামী ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে।

করোনা সংক্রমণকে জাতীয় জরুরি অবস্থা আখ্যা দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারকে সব হাসপাতালে অক্সিজেন সরবরাহের জন্য একটি জাতীয় পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ জার্নাল/নকি

  • সর্বশেষ
  • পঠিত