ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৩ মিনিট আগে
শিরোনাম

ভারতের বাইরেও টিকা উৎপাদন করবে সেরাম

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ০১ মে ২০২১, ১৩:৩৪  
আপডেট :
 ০১ মে ২০২১, ১৭:০৬

ভারতের বাইরেও টিকা উৎপাদন করবে সেরাম

ভারতের বাইরেও অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা তৈরির পরিকল্পনা করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

শুক্রবার দ্য টাইমসে প্রকাশিত সাক্ষাৎকারে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আদর পুনওয়ালা এ তথ্য জানায়। সাক্ষাৎকারে পুনওয়ালা বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই একটি ঘোষণা আসবে।

ছয় মাসের মধ্যেই প্রতিষ্ঠানটির বার্ষিক টিকা উৎপাদন সক্ষমতা ২৫০ কোটি থেকে তিনশ কোটি পর্যন্ত বাড়ানো যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

২৩ এপ্রিল ভারতীয় নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আগেই আদর পুনওয়ালা ব্রিটেনে পৌছেছেন বলেও দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়।

এদিকে গত সপ্তাহে পুনওয়ালা জানিয়েছিলেন, জুলাইয়ের মধ্যে সেরাম ইনস্টিটিউট তাদের উৎপাদন মাসে ১০ কোটি ডোজে উন্নীত করতে পারবে। এর আগে উৎপাদন বাড়াতে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত একটি সময়সীমা জানানো হয়েছিল।

বাংলাদেশ জার্নাল/এমএম

  • সর্বশেষ
  • পঠিত