ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

মরে পড়ে আছে ১৮ হাতি

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২১, ০১:৩৭

মরে পড়ে আছে ১৮ হাতি
ছবি সংগৃহীত

ভারতের রাজ্য আসামের একটি সংরক্ষিত বন থেকে ১৮টি বন্য এশীয় হাতির মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের কারণে এসব হাতির মৃত্যু হতে পারে।

আসামের এক বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা বলছেন, কোন্ডালি রিজার্ভ ফরেস্ট থেকে উদ্ধার হওয়া মৃত হাতির মধ্যে ৪টি বাচ্চা হাতিও রয়েছে। বনাঞ্চলটি আসামের রাজধানী দিসপুর থেকে ১৬০ কিমি দূরে অবস্থিত।

বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা ও বিধায়ক জিতু গোস্বামী জানান, বজ্রপাতে হাতিগুলোর মৃত্যু হতে পারে। তবে মৃত হাতিগুলোর ছবি দেখে প্রখ্যাত বণ্যপ্রাণী সংরক্ষণ অ্যাক্টিভিস্ট সৌমদ্বীপ বলছেন, বজ্রপাতে হাতিগুলো মরেনি। তিনি দাবি করছেন, সম্ভবত বিষপ্রয়োগে হাতিগুলোকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের ফলাফল পাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।

বাংলাদেশ জার্নাল/আরএ

  • সর্বশেষ
  • পঠিত