ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪২ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনা সংক্রমণ কমেছে

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১১:২৮

ভারতে করোনা  সংক্রমণ কমেছে
প্রতীকী ছবি

ভারতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণের সংখ্যা ১৩২ দিন পর ৩০ হাজারের নীচে নেমেছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন। এ বছর ১৭ মার্চ তা ছিল ২৮ হাজার ৯০৩। তারপর যত দিন গেছে, ধারবাহিকভাবে বেড়েছিল দৈনিক সংক্রমণ। এক সময় তা চার লাখের গণ্ডিও ছাড়িয়েছিল। এরপর কমতে কমতে এই প্রথম ৩০ হাজারের নীচে নামল। খবর আনন্দবাজার অনলাইনের।

ভারতে দৈনিক সংক্রমণের মতো কমছে করোনার জেরে দৈনিক মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় ভারতে মৃত্যু হয়েছে ৪১৫ জনের। সব মিলিয়ে কোভিড ভারতে প্রাণ গেছে ৪ লাখ ২১ হাজার ৩৮২ জনের।

গত ২৪ ঘণ্টায় ভারতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ১৩ হাজারেরও বেশি। এর জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা নামল চার লাখের নীচে। এ বছর ২৫ মার্চ শেষবার ভারতে সক্রিয় রোগীর সংখ্যা ছিল ৪ লাখের কম। দৈনিক সংক্রমণ বৃদ্ধির জেরে ধারাবাহিকভাবে বেড়েছিল সক্রিয় রোগী। এক সময় তা ৩৭ লাখও পেরিয়েছিল। কিন্তু সংক্রমণে লাগাম পড়তেই কমতে শুরু করে সক্রিয় রোগীর সংখ্যা। এখন দেশে সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ৯৮ হাজার ১০০ জন।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত