ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

চলতি বছর ৪০ শতাংশ লোককে টিকা দিতে হবে: আইএমএফ

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২০:২৪

চলতি বছর ৪০ শতাংশ লোককে  টিকা দিতে হবে: আইএমএফ
ছবি- সংগৃহীত

বিশ্বব্যাপী করোনা ভ্যাকসিন নিশ্চিত করতে বহুমাত্রিক পদক্ষেপ প্রয়োজন উল্লেখ করে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আইএমএফ লক্ষ্য নির্ধারণী প্রস্তাব দিয়েছে যে, চলতি বছর অর্থাৎ ২০২১ সালের মধ্যে প্রত্যেক দেশের জনসংখ্যার ৪০ শতাংশকে টিকার আওতায় আনতে হবে। মঙ্গলবার আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক আপডেটে এ লক্ষ্য নির্ধারণ করে দেয়া হয়।

এতে ২০২২ সালের মধ্যে ৬০ শতাংশ (প্রত্যেক দেশে) মানুষকে পুরোপুরি টিকার আওতায় আনার লক্ষ্যও দেয়া হয়। এ লক্ষ্য পূরণ করতে নিম্ন ও নিম্ন মধ্য আয়ের দেশগুলোকে চলতি বছরের মধ্যে ১০০ কোটি ডোজ (করোনা) টিকা সরবরাহ করতে আহ্বান জানানো হয়েছে। ভ্যাকসিন আমদানিতে বাণিজ্য-সীমাবদ্ধতা তুলে দেয়ারও আহ্বান জানিয়েছে আইএমএফ।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত