ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

মাস্ক জালিয়াতিতে দোষী সাব্যস্ত মার্কিন নাগরিক

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৩:০৬  
আপডেট :
 ২৯ জুলাই ২০২১, ১৩:১০

মাস্ক জালিয়াতিতে দোষী  সাব্যস্ত মার্কিন নাগরিক
ছবি- সংগৃহীত

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকারের কাছে জালিয়াতির মাধ্যমে পাঁচ কোটি এন৯৫ মাস্ক বিক্রির চেষ্টার দায়ে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হউস্টনে এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে আদালত।

দ্য হিল অনলাইন জানায়, মঙ্গলবার হউস্টনে ইউএস ডিস্ট্রিক্ট জজ লিন হিউজেসের আদালতে অ্যারায়েল ডুলিটল নামের ওই ব্যক্তি প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার চক্রান্তে জড়িত থাকায় দোষী সাব্যস্ত হন।

ওই মামলার কৌঁসুলিরা জানান, অ্যারায়েল ডুলিটল অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সরকারের কাছে এন৯৫ মাস্ক বিক্রির চেষ্টা করেছেন, যা তার কাছে ছিলই না। তিনি প্রতারণার মাধ্যমে এ মাস্ক বিক্রির চেষ্টা করেন। তিনি একেকটি মাস্ক মূল দামের পাঁচ গুণ বেশি দামে বিক্রির চেষ্টা করেছেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, শুনানি চলাকালে কারাগারে রাখা হবে ডুলিটলকে। তাকে শাস্তিসরূপ আড়াই লাখ ডলার জরিমানা ও পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হতে পারে।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত