ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৬ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ২৭ হাজার

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২১, ১১:৪৬

ভারতে করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত ২৭ হাজার
প্রতীকী ছবি

পর পর দু’দিন ৩০ হাজারের নিচে থাকল ভারতের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৯৬৪ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, এখন পর্যন্ত ভারতে ৩ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৪৯৮ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। খবর আনন্দবাজার অনলাইনের।

দু’দিন কম থাকার পর বুধবার ভারতের দৈনিক মৃত্যু ৩০০ ছাড়িয়েছে। করোনা ভাইরাসের জেরে ভারতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৩৮৩ জন। পুরো মহামারি পর্বে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৭৬৮ জনের। সক্রিয় রোগী সংখ্যা কমার ধারাও অব্যাহত আছে। প্রায় সাড়ে সাত হাজার কমে ভারতে এখন সক্রিয় রোগী রয়েছেন ৩ লাখ ১ হাজার ৯৮৯ জন।

দৈনিক আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায় (১৫ হাজার ৭৬৮ জন)। দ্বিতীয় স্থানে থাকা মহারাষ্ট্রে তা ৩ হাজার ১৩১। তামিলনাড়ুতে ১ হাজার ৬৪৭ এবং অন্ধ্রপ্রদেশে ১ হাজার ১৭৯। কর্নাটকে গত দু’দিন ধরেই এক হাজারের নিচে রয়েছে দৈনিক সংক্রমণ (৮১৮ জন)। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং আসামে তা ৫০০-র আশপাশে। তবে মিজোরামে আক্রান্তের সংখ্যা বুধবারও দেড় হাজারের কাছাকাছি। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত ১ হাজার ৩৩৫ জন।

বাংলাদেশ জার্নাল / টিটি

  • সর্বশেষ
  • পঠিত