ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৭ মিনিট আগে
শিরোনাম

তাইওয়ানে চীনের হামলা ঠেকাবে যুক্তরাষ্ট্র: বাইডেন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২২ অক্টোবর ২০২১, ১৪:২৮

তাইওয়ানে চীনের হামলা ঠেকাবে যুক্তরাষ্ট্র: বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে সুরক্ষা দেবে। যুক্তরাষ্ট্র কি তাইওয়ানকে প্রতিরক্ষা সহযোগিতা দেবে- এমন এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘হ্যা, এটা করতে আমরা অঙ্গীকারবদ্ধ।’ শুক্রবার বিবিসি এ খবর জানিয়েছে।

বাইডেন এ কথা বললেও হোয়াইট হাউসের এক মুখপাত্র বেশ কয়েকটি গণমাধ্যমকে জানিয়েছেন, তার (বাইডেন) এ বক্তব্য যুক্তরাষ্ট্রের নীতি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে না।

বাইডেনের বক্তব্যের পর প্রতিক্রিয়া জানিয়েছে তাইওয়ানও। তারা বলছে, বাইডেনের বক্তব্যে চীনের প্রতি নেয়া তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না।

ব্রিটিশ গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে সুরক্ষা দেয়ার প্রশ্নে যুক্তরাষ্ট্র দীর্ঘকাল ধরে ‘কৌশলগত অস্পষ্টতার’ পথে হেঁটে আসছে।

তাইওয়ান নিজেকে সার্বভৌম রাষ্ট্র মনে করে। অপরদিকে চীন মনে করে তাইওয়ান তাদের একটি বিচ্ছিন্ন প্রদেশ। এ নিয়ে চীনের সঙ্গে তাইওয়ানের মতানৈক্য রয়েছে।

সম্প্রতি চীনের সঙ্গে তাইওয়ানের উত্তেজনা বাড়তে থাকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাইওয়ানকে পুনঃএকত্রীকরণের ঘোষণা দেন। জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং ওয়েন বলেন, তাইওয়ানের জনগণ এর ভবিষ্যৎ নির্ধারণ করবে।

গত কয়েক দশকে যুক্তরাষ্ট্রকে প্রায় সময়ই তাইওয়ানের পাশে দেখা গেছে। কয়েক দিন আগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি প্রতিবেদনে জানায়, তাইওয়ানের সামরিক বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনাবাহিনীর একটি দল। এক বছর ধরে এ প্রশিক্ষণ কার্যক্রম চলছে।

বাংলাদেশ জার্নাল/ টিট

  • সর্বশেষ
  • পঠিত