ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

ভারতে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২২, ১৩:১৯

ভারতে করোনা সংক্রমণ বাড়লেও কমেছে মৃত্যু
ছবি সংগৃহীত

ভারতে বৃহস্পতিবার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই লাখ ছুঁয়ে ফেলেছিল। শুক্রবার তা আরও ৬.৭ শতাংশবেড়ে দাঁড়াল ২ লাখ ৬৪ হাজার অর্থাৎ দেশটিতে এখন দৈনিক গড়ে আড়াই লাখ করে করোনা আক্রান্ত হচ্ছেন।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু বাড়েনি। গত ২৪ ঘণ্টায়দেশে প্রাণ হারিয়েছেন ৩১৫ জন। যা বৃহস্পতিবারের তুলনায় কিছুটা কম। অতিমারি পর্বে দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৫০ জনের।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

ভারতে যে হারে সংখ্যা বাড়ছে, তাতে দৈনিক তিন লাখ করোনা সংক্রমণের যে পূর্বাভাস বিশেষজ্ঞরা দিয়েছিলেন, তা ছুঁতে খুব বেশি দিন সময় লাগার কথা নয়। বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন, ওমিক্রনের প্রভাবে দেশটিতে যে সাম্প্রতিক করোনাস্ফীতি দেখা দিয়েছে, তাতে জানুয়ারির শেষে দৈনিক ১০ লাখ পর্যন্ত পৌঁছতে পারে সংক্রমণ।

শুক্রবারের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দৈনিক সংক্রমণের হার গত ২৪ ঘণ্টায় চোখে পড়ার মতো বেড়েছে। গত কয়েক দিন ধরে ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছিল সংক্রমণের হার। শুক্রবার তা ১৪.৭ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ যত জনের করোনা পরীক্ষা করানো হয়েছে, তার মধ্যে প্রতি ১০০জনে ১৫ জন করোনা আক্রান্ত। দৈনিক সংক্রমণের সংখ্যাও গত ২৩৯ দিনে সর্বোচ্চ।

দৈনিক সংক্রমণে শীর্ষে মহারাষ্ট্রই। গত ২৪ ঘণ্টায় ৪৬ হাজার ৪০৬ জন আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে। দৈনিক সংক্রনমণের নিরিখে ফের দ্বিতীয় স্থানে উঠে এসেছে দিল্লি। এক দিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৮ হাজার ৮৬৭ জন। কর্নাটকে দৈনিক সংক্রমণ ২৫ হাজার ছাড়িয়েছে। তার পরেই রয়েছে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার ৪৬৭ জন করোনা আক্রান্ত হয়েছেন পশ্চিমবঙ্গে। তারপর রয়েছে যথাক্রমে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরেলা এবং ওড়িশা।

এ দিকে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যাও ৪.৮৩ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশে মোট ওমিক্রন আক্রান্ত ৫৭৫৩ জন । সুস্থ হয়ে উঠেছেন ২৩৬২ জন।

বাংলাদেশ জার্নাল/এমএস

  • সর্বশেষ
  • পঠিত