ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় বাড়তে পারে মৃতের সংখ্যা

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২২, ১৭:১৬

সুনামিতে ক্ষতিগ্রস্ত টোঙ্গায় বাড়তে পারে মৃতের সংখ্যা
সুনামির কারণে অনেক স্থান প্লাবিত হয়েছে। ছবি: ডয়েচে ভেলে

প্রশান্ত মহাসাগরীয় দেশ টোঙ্গার হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরিতে শনিবার অগ্ন্যুৎপাতের কারণে পাঁচ থেকে ১০ মিটার উঁচু সুনামি ঢেউ তৈরি হয়েছিল বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।

এখন পর্যন্ত দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলের খবরে মঙ্গলবার বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত টোঙ্গার ডেপুটি হেড অব মিশন কার্টিস টু ইহালাঙ্গিঙ্গি মঙ্গলবার জানান, সুনামির কারণে ১৬৯টি দ্বীপের দেশ টোঙ্গার ছোট দ্বীপগুলোতে অনেক ক্ষতি হয়েছে।

তিনি বলেন, নিউজিল্যান্ড ডিফেন্স ফোর্সের তোলা ছবিতে দেখা গেছে, ম্যাঙ্গো দ্বীপের একটি পুরো গ্রাম ধ্বংস হয়ে গেছে। পাশের আটাটা দ্বীপের অনেক ভবন ভেঙে গেছে।

বার্তাসংস্থা রয়টার্সকে তিনি বলেন, ‘সেখানে আরও মৃত্যুর খবর পাওয়া যেতে পারে।’ আটাটা দ্বীপে প্রায় ১০০ জন ও ম্যাঙ্গো দ্বীপে প্রায় ৫০ জন মানুষ বাস করেন।

হুঙ্গা টোঙ্গা-হুঙ্গা হা’আপাই আগ্নেয়গিরি থেকে আটাটা ও ম্যাঙ্গো দ্বীপের দূরত্ব যথাক্রমে প্রায় ৫০ ও ৭০ কিলোমিটার।

শনিবার ওই আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের শব্দ প্রায় দুই হাজার ৩০০ কিলোমিটার দূরের নিউজিল্যান্ড থেকেও শোনা গেছে।

টোঙ্গার নিউজিল্যান্ড হাইকমিশন দেশটির মূল দ্বীপ টোঙ্গাটাপুতে ক্ষয়ক্ষতির খবর দিয়েছে। ওই দ্বীপেই টোঙ্গার রাজধানী নুকুআলোফা অবস্থিত। সেখানে অনেক রিসোর্ট রয়েছে।

জাতিসংঘ বলছে, কৃত্রিম উপগ্রহ থেকে পাওয়া ছবিতে দেখা গেছে টোঙ্গাটাপুর পশ্চিম উপকূলে অনেক ঘরবাড়ি ও রিসোর্ট ভেঙে গেছে।

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে সাগরের নীচে থাকা ক্যাবল কেটে যাওয়ায় টোঙ্গা প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অগ্ন্যুৎপাতের ছাইয়ের কারণে বিমানবন্দরেও প্লেন নামতে পারছে না। অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগর বিষয়ক মন্ত্রী জেড সেসেলিয়া আশা করছেন, বিমানবন্দর হয়ত বুধবার চালু হতে পারে।

বিমানবন্দর চালু না থাকায় এবং যোগাযোগে সমস্যা হওয়ায় উদ্ধার তৎপরতা চালাতে সমস্যা হচ্ছে। সুনামির আঘাতে ৫০ বছর বয়সি ব্রিটিশ নাগরিক অ্যাঞ্জেলা গ্রোভার প্রাণ হারিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ টিটি

  • সর্বশেষ
  • পঠিত