ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ জুলাই ২০২২, ০৯:৫৪

৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ফিলিপাইনে। রিখটার স্কেলে যার মাত্রা ছিলো ৭ দশমিক ৩ এবং কেন্দ্রের গভীরতা ছিলো ১০ কিলোমিটার। তবে এতে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ফিলিপাইনের পাশাপাশি এর প্রভাব জাপান, তাইওয়ান এবং চীনেও অনুভূত হয়েছে।

বুধবার এপির এক প্রতিবেদনে জানা যায়, স্থানীয় সময় সকাল ৮টা ৪৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বেশ কিছু ক্ষয়ক্ষতি হলেও তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছেন, ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিলো আবরা প্রদেশের পার্বত্য এলাকায় এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে।

যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিলো সাত এবং কেন্দ্রের গভীরতা ১০ ছিলো কিলোমিটার।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে ফিলিপাইনে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ১৯৯০ সালে দেশটির উত্তরাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এক ভূমিকম্পে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন।

রয়টার্স বলছে, শক্তিশালী এই ভূমিকম্পটি রাজধানী ম্যানিলায়ও তীব্রভাবে অনুভূত হয়েছে এবং ভূমিকম্পের পরে শহরের মেট্রো রেল ব্যবস্থা স্থগিত করা হয় বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়।

এছাড়া ভূমিকম্পের পর রাজধানীর সিনেট ভবনটিও খালি করা হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গণমাধ্যম।

বাংলাদেশ জার্নাল/রাজু

  • সর্বশেষ
  • পঠিত