ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৫৬ মিনিট আগে
শিরোনাম

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ

  প্রসেনজিৎ দাস, ত্রিপুরা

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০১৮, ০৫:১৭

পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ত্রিপুরায় বিক্ষোভ
পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব কংগ্রেসের বিক্ষোভ

ভারতে পেট্রোল ও ডিজেলের দাম এক লাফে ৭৮.৪৭ ও ৭০.৩০ টাকা হয়ে যাওয়ায় সাধারণ মানুষের নাগালের বাইরে জেতে বসেছে নিত্য দিনের জিনিসপত্র। স্বভাবতই এর জের গিয়ে পড়েছে বাজারের শাক-সবজির উপর।

দেখা গেল, বাজারে ১ কেজি আলুর দাম গিয়ে দাঁড়িয়েছে ১৮ টাকায় ও পেয়াজ থেকে কাঁচা সবজি ও তাল মিলিয়ে বেড়ে গেছে। মানুষের যে নাভিশ্বাস উঠেছে বাজার থেকে রোজকার খাবার কাঁচা শাক-সবজি কিনতে।

অপরদিকে, বাহনের তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় আগামী দিনে যে বাজারের জিনিসপত্রের দাম আরও বাড়তে চলেছে তা বলাই বাহুল্য।

এমতাবস্থায় ত্রিপুরার আগরতলায় সদর যুব কংগ্রেসের পক্ষ থেকে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগরতলা চত্ত্বরে প্রতিবাদ সভা আয়োজিত হয়। এদিনের এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সদর যুব কংগ্রেস সভাপতি শান্তনু সাহা, শান্তনু পাল, মহিলা নেত্রী রত্না দত্ত, শ্রেয়স্রী লস্কর, ছাত্র নেতা সম্রাট রায়, আমিন হোসেনসহ কংগ্রেসের আরও নেতৃত্ব।

উল্লেখ্য, উপস্থিত সকলেরই বক্তব্যের মধ্যে ছিল সাধারণ মানুষের এই দুর্দশার কথা। এই পরিস্থিতিতে যে সকলেরই সমস্যার সম্মুখীন হওয়ার কথা। কারণ সাধারণত ডিজেলের দাম বৃদ্ধি হলে বাজারে সমস্ত জিনিসের দাম বৃদ্ধি হয়। প্রতিবাদ সভার শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুতুলও পোড়ানো হয়।

বাংলাদেশ জার্নাল/এনএস

  • সর্বশেষ
  • পঠিত