ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে বাড়ি!

বিনামূল্যে বিলিয়ে দেওয়া হচ্ছে বাড়ি!

বিনামূল্যে পরিত্যক্ত বাড়ি বিলিয়ে দেওয়া হচ্ছে জাপানে! দেশটির প্রায় ৮০ লাখ পরিত্যক্ত বাড়ি সামান্য অর্থের বিনিময়েই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের তরফে জানানো হয়েছে, দিনের পর দিন রক্ষণাবেক্ষণের অভাবে পুরনো আমলের বাড়িগুলি নষ্ট হয়ে যাচ্ছে। তাছাড়া জাপানের মানুষের মধ্যে অদ্ভুত অন্ধবিশ্বাস কাজ করে। এসব বাড়িতে অনেকেই রোগভোগে বা বার্ধক্যজনিত কারণে মারা গিয়েছেন।

ফলে কোনোভাবেই এসব বাড়ির চড়া দাম পাওয়া যাবে না। সেই কারণেই জাপানের বিভিন্ন শহরে অবস্থিত পরিত্যক্ত বাড়িগুলি কার্যত বিনামূল্যেই দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাড়িগুলি নামমাত্র দামে অনলাইনের মাধ্যমে বিক্রি করার চেষ্টা চলছে। পাশাপাশি অনেক বাড়ির বিভিন্ন অংশ ভেঙেও গিয়েছে। সেক্ষেত্রে সরকার এমন কিছু ক্রেতা চাইছে, যারা সেসব বাড়ি মেরামত করতে কিংবা ভেঙে ফেলে সে জায়গায় নতুন কোনও প্রজেক্ট তৈরিতে আগ্রহী।

বাংলাদেশের নাগরিকরাও এ সুযোগ লুফে নিতে পারবেন। ভালো অবস্থায় থাকা অথবা বিলাসবহুল বাংলোগুলির ক্ষেত্রে বাংলাদেশি মুদ্রায় এসব বাড়ির দাম পড়বে ৩ লাখ থেকে ১ কোটি ২৭ লাখ টাকা পর্যন্ত।

যতদিন যাচ্ছে ততই জাপানে বাড়ছে বয়স্কদের সংখ্যা। বর্তমানে সে দেশে চারজনের মধ্যে একজনের বয়সই ৬৫ বছর বা তার বেশি। ফলে অবসরের পর তাদের মৃত্যু হলে বছরের পর বছর পরিত্যক্ত অবস্থাতেই পড়ে থাকছে সেসব বাড়ি। তাই যারা বাসস্থানের অভাবে সমস্যায় পড়েছেন, সেই সব মানুষদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিতেই এমন অভিনব পন্থা সরকারের।

তবে কেন্দ্রের দুশ্চিন্তার বিষয় হল বয়স্কদের সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা আগামী কয়েক বছরে আরও বাড়বে।

বাংলাদেশ জার্নাল/জেডআই

  • সর্বশেষ
  • পঠিত