ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

মোদির রাফায়েল চুক্তিতে গলদ নেই: সুপ্রিম কোর্ট

মোদির রাফায়েল চুক্তিতে গলদ নেই: সুপ্রিম কোর্ট

অবশেষে রাফায়েল নিয়ে শীর্ষ আদালতের সিদ্ধান্তে স্বস্তি পেল মোদি সরকার। শুক্রবার এ নিয়ে তদন্তের দাবি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এ নিয়ে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও সাফ জানিয়ে দিয়েছে ভারতের সর্বোচ্চ আদালত।

রাফায়েল মামলা খারিজ করে প্রধান বিচারপতির বেঞ্চের মন্তব্য, ‘যুদ্ধবিমান কেনার প্রযুক্তিগত বিষয় নিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি না।’

একই সঙ্গে বিচারপতিরা বলেন, ‘এমন কোনও কোনও তথ্যগত প্রমাণ খুঁজে পাইনি, যাতে মনে হয় যে কাউকে বেআইনিভাবে সুবিধা দেওয়া হয়েছে।’

পাশাপাশি আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই বলেও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ।

ফ্রান্সের কাছ থেকে রাফায়েল যুদ্ধবিমান কেনায় দুর্নীতির অভিযোগ তুলে শীর্ষ আদালতে একাধিক মামলা দায়ের হয়। দাবি উঠেছিল, আদালতের তত্ত্বাবধানে সিবিআই তদন্তেরও।

এর পরেই গত ৩১ অক্টোবর কেন্দ্রের কাছে রাফায়েলের দাম সংক্রান্ত তথ্য জানতে চান সুপ্রিম কোর্ট। শুক্রবার সেই মামলাতেই সরকারকে স্বস্তি দিল শীর্ষ আদালত।

সূত্র: আনন্দবাজার

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত