ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

ইরান থেকে তুরস্কের ফের তেল আমদানি শুরু

ইরান থেকে তুরস্কের ফের তেল আমদানি শুরু

ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে ফের অপরিশোধিত জ্বালানি তেল আমদানি শুরু করেছে প্রতিবেশী তুরস্ক। ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা দেয়ার পর যুক্তরাষ্ট্র যেসব দেশকে ইরান থেকে তেল কেনার জন্য বিশেষ ছাড় দিয়েছে তার মধ্যে তুরস্কও রয়েছে।

তুরস্ক জানিয়েছে, ইরান থেকে বছরে ৩০ লাখ টন তেল কেনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। সে হিসাবে তুরস্ক ইরান থেকে প্রতিদিন ৬০ হাজার ব্যারেল তেল নিতে পারবে।

পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ইরান থেকে প্রতিদিন তুরস্ক দুই লাখ ব্যারেল তেল কিনতো। তবে নিষেধাজ্ঞা আরোপের আগে থেকেই তুরস্ক ইরান হতে তেল কেনা কমিয়ে দেয়।

নভেম্বর মাসে তুরস্কের তেল কেনার পরিমাণ শূণ্যের কোঠায় ছিল। ডিসেম্বর মাসে তুরস্ক ইরান থেকে দুটি ট্যাংকারে করে ৫৪ হাজার ব্যারেল তেল নিয়েছে। কয়েকটি সূত্র মতে- জানুয়ারি মাসে ইরান থেকে আরো এক কার্গো ভর্তি তেল পাচ্ছে তুরস্ক।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত