ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

আমেরিকায় ইরানের নারী সাংবাদিক আটক

আমেরিকায় ইরানের নারী সাংবাদিক আটক

ইরানের ইংরেজি চ্যানেল প্রেসটিভির সাংবাদিক এবং সঞ্চালক মারজিয়া হাশেমিকে আটক করেছে মার্কিন পুলিশ।

সেন্ট লুইস থেকে আটক করার পর তাকে ওয়াশিংটন ডিসির হাজতে পাঠানো হয়েছে।

আমেরিকায় জন্মগ্রহণকারী সাংবাদিক এবং সঞ্চালক হাশেমি অসুস্থ ভাইসহ অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করার জন্য দেশটি সফর করছিলেন।

রোববার তাকে সেন্ট লুইস ল্যাম্ববার্ট আন্তর্জাতিক বিমান বন্দর থেকে আটক করা হয়। বর্তমানে তাকে মার্কিন অভ্যন্তরীণ আইনপ্রয়োগকারী সংস্থা এফবিআই পরিচালিত একটি নির্যাতন শিবিরে রাখা হয়েছে।

মারজিয়া হাশেমিকে আটকের পর ৪৮ ঘণ্টা ধরে তার কোনো খোঁজ পায়নি স্বজনরা। আটক অবস্থায় তিনি নির্যাতনের শিকার হচ্ছেন বলে দাবি করেছে ইরানের আরেক সংবাদ মাধ্যম পার্স টুডে।

পার্স টুডের আরো অভিযোগ, তাকে বলপূর্বক হিজাব ব্যবহার করতে দেয়া হচ্ছে না এবং তার সঙ্গে সাধারণ অপরাধীদের মত আচরণ করা হচ্ছে।

আটক হাশেমিকে হালাল বা নিরামিষ জাতীয় খাবার দেয়া হচ্ছে না। তাকে কেবল শুকনা রুটি খেয়ে থাকতে হচ্ছে।

সূত্র: পার্স টুডে

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত