ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০১৯, ১১:১৭

পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, পশ্চিমবঙ্গে থাকতে হলে বাংলায় কথা বলতে হবে। শুক্রবার উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ায় এক সভায় তিনি এ কথা বলেন।

মমতা বলেন, বাঙালিকে বাংলায় ঘরছাড়া হতে দেব না। আমরা বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যেতে চাই। যখন আমরা দিল্লি যাই, আমরা হিন্দিতে কথা বলি। যখন পাঞ্জাবে যাই, পাঞ্জাবিতে কথা বলি। যখন আমি তামিলনাড়ু যাই, তামিল না জানলেও অল্প কিছু জানি। সুতরাং একই ভাবে যখন আপনি বাংলায় আসবেন, আপনাকে বাংলায় কথা বলতে হবে।

তিনি বলেন, নৈহাটি, কাঁকিনাড়া, ব্যারাকপুরে বাঙালিদের বাড়িতে লুট হচ্ছে। আমরা এটা সহ্য করবো না। আমাদের দলীয় সমর্থকরা কিন্তু অবাঙালিদের বাড়িতে লুটতরাজ চালাচ্ছে না। আমরা এই ধরনের হিংসার বিরুদ্ধে।

মমতা বলেন, বাংলার মানুষ সব ধর্ম, সম্প্রদায় ও জাতির সহাবস্থানে বিশ্বাস করে। আমরা বাংলায় বসবাসকারী অবাঙালিদের বিরোধী নই। কিন্তু বিজেপি বাংলায় বাঙালি-অবাঙালি ভেদাভেদ করতে চাইছে। আমি বলে দিচ্ছি, আমাদের ধৈর্যের পরীক্ষা নেবেন না।

আরএ

  • সর্বশেষ
  • পঠিত