ঢাকা, শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

নিহতদের পরিবারের ২০০ জনকে হজ করাচ্ছে সৌদি

নিহতদের পরিবারের ২০০ জনকে হজ করাচ্ছে সৌদি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলার ঘটনায় নিহতদের পরিবারের ২শ সদস্যকে হজ করার সুযোগ দিচ্ছে সৌদি। হজ উপলক্ষে তাদের সৌদিতে স্বাগত জানানো হবে। বুধবার সৌদির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এ তথ্য নিশ্চিত করেছে।

এসপিএ-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ একটি নির্বাহী আদেশ জারি করেছেন। ক্রাইস্টচার্চে নিহতদের পরিবারের সদস্যরা যেন ঠিকভাবে হজ পালন করতে পারেন সে বিষয়ে আদেশ দিয়েছেন বাদশাহ সালমান। আর এক্ষেত্রে সব ব্যয়ভার বহন করবে সৌদি সরকার।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতদের পরিবারের সদস্যদের কষ্ট কিছুটা লাঘব করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সঙ্গে এই পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সৌদির কঠোর অবস্থান নিশ্চিত করা হলো।

গত মার্চে ক্রাইস্টচার্চের দুই মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ৫১ জন নিহত এবং আরও ৪৯ জন আহত হয়। বেন্টন ট্যারেন্ট নামে ২৮ বছর বয়সী এক অস্ট্রেলীয় নাগরিক ওই হামলা চালায়। হামলার পরপরই তাকে আটক করেছে নিউজিল্যান্ড পুলিশ। এই অপরাধে স্থানীয় আদালতে তার বিচার চলছে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত