ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

পশ্চিমবঙ্গে ভারতের প্রথম ‘গাছ লাইব্রেরি’ চালু

  কলকাতা প্রতিনিধি

প্রকাশ : ০২ আগস্ট ২০১৯, ০৯:৩৩

পশ্চিমবঙ্গে ভারতের প্রথম ‘গাছ লাইব্রেরি’ চালু

ভারতের প্রথম ‘গাছ লাইব্রেরি’ চালু হলো পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন নিউ টাউনে। বনদফতর ও পশ্চিমবঙ্গ দূষন নিয়ন্ত্রণ পর্যদের সাহায্যে নিউটাউনে ৩ একর জায়গা জুড়ে এই লাইব্রেরি গড়ে তুলেছে হিডকো।

গত বুধবার বৃক্ষরোপন অনুষ্ঠানের মাধ্যমে এই ‘গাছ লাইব্রেরি’-এর সূচনা করা হয়। লাগানো হয় আমলকি, জারুল, রবার ও অর্জুনসহ একাধিক গাছের চারা। এই ‘গাছ লাইব্রেরি’ বিভিন্ন গাছ চিনতে সাহায্য করবে। প্রতিটি গাছের সামনে থাকবে তথ্য ও বিজ্ঞানসম্মত নাম।

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন জানান, লাইব্রেরিতে যেমন বিভিন্ন প্রকাশনি সংস্থার বই থাকে, এখানে গাছের লাইব্রেরিতে বিভিন্ন রকমের গাছ থাকবে। মোট ৫ থেকে ৬ হাজার গাছ থাকবে এই লাইব্রেরিতে।

হিডকো, বনদফতর এবং দূষন নিয়ন্ত্রন পরিষদের আশা, আগামী দিনে দেশ বিদেশের প্রকৃতিপ্রেমীদের গন্তব্য হতে চলেছে এই গাছ লাইব্রেরি। এখানে উদ্ভিদ জগত নিয়ে নানা তথ্যের পাশাপাশি মিলবে নানা জাতের গাছ। এখানে দূষন কমাতে সাহায্য করবে এই ধরনের গাছও থাকবে। গাছ নিয়ে যারা চর্চা করতে চান, তাদের জন্য বিশেষ সহায়তা করবে এই গাছ লাইব্রেরি।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত