ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন ট্রাম্প

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৬:৫৪

তালেবানের সঙ্গে গোপন বৈঠক বাতিল করলেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তানে তালেবানদের সর্বশেষ হামলায় একজন মার্কিন সৈন্য নিহতের জেরে সংগঠনটির সঙ্গে শান্তি আলোচনা বাতিল করেছেন। ক্যাম্প ডেভিডে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ গোপন বৈঠক হওয়ার কথা ছিল।

গেল সপ্তাহে তালেবানের সঙ্গে একটি খসড়া শান্তি চুক্তির ব্যাপারে একমত হয়েছিলো তালেবান ও মার্কিন যুক্তরাষ্ট্র। এই প্রক্রিয়ার মধ্যে গত বৃহস্পতিবার আফগানিস্তানের কাবুলে এক হামলায় ১ জন মার্কিন সৈন্যসহ ১২ জন নিহত হয়। এই হামলার দায় স্বীকার করে তালেবান।

গোপন বৈঠক বাতিলের বিষয়ে এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, রোববারই ক্যাম্প ডেভিডে তালেবানের শীর্ষ নেতাদের সঙ্গে গোপন বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে তারা মিথ্যা চাপ সৃষ্টির জন্য কাবুলে এক হামলায় আমাদের একজন মহান সৈন্যকে হত্যা করে এবং আরও ১১ জন নিহত হয়। এ ঘটনায় আমি তাৎক্ষনিকভাবে বৈঠক এবং শান্তি আলোচনা বাতিল করেছি।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত