ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ৩৬ মিনিট আগে
শিরোনাম

ফ্রান্সে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে বিশাল সমাবেশ

  জার্নাল ডেস্ক

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১৮:৫৯

ফ্রান্সে ইসলামবিদ্বেষের বিরুদ্ধে বিশাল সমাবেশ

ফ্রান্সে ইসলামবিদ্বেষ বাড়ছে ক্রমাগতভাবে। এর প্রেক্ষিতে বড় ধরনের প্রতিবাদী সমাবেশ আয়োজন করেছে বিভিন্ন সংগঠন। রাজধানী প্যারিসে অনুষ্ঠিত সোমবারের এই সমাবেশে ১০ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, বিক্ষোভ সমাবেশে এক পর্যায়ে সেখানে হাজির হন এক নারী, যিনি টপলেস বা উন্মুক্তবক্ষা ছিলেন। পরে জানা গেছে তিনি নারীবাদী একটি সংগঠনের কর্মী। তার পেটে কালো অক্ষরে লেখা ছিলো, “আমরা ধর্মনিরপেক্ষতার প্রসার ঘটাচ্ছি না’।

আয়োজকরা জানিয়েছে, ফ্রান্সে গত মাসের শেষের দিকে প্যারিসের একটি মসজিদে সাদা চামড়ার এক সন্ত্রাসী মসজিদে গুলি চালানোর ঘটনার জেরে তারা বিক্ষোভ আয়োজন করেছেন।

সমাবেশে বামপন্থী কর্মী ও রাজনৈতিক দলের নেতারা হাজির ছিলেন। তবে অনেকেই এমন সমাবেশকে ভালোভাবে দেখছেন না। তাদের মতে, এর মাধ্যমে ফ্রান্সের ধর্মনিরপেক্ষ চরিত্রের ব্যাঘাত ঘটবে।

ডানপন্থী খ্রিষ্টান একজন রাজনীতিবিদ বলেছেন, এই আয়োজনে জড়িতরা ইসলামপন্থী। বিক্ষাভোকারীরা ইসলামবিদ্বেষ ও বর্ণবাদ বিরোধী স্লোগান দেন এবং প্লেকার্ড বহন করেছেন।

  • সর্বশেষ
  • পঠিত