ঢাকা, রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

স্ট্রেস কমাতে শিক্ষার্থীদের কবরে শুয়ে থাকতে বললো বিশ্ববিদ্যালয়!

স্ট্রেস কমাতে শিক্ষার্থীদের কবরে শুয়ে থাকতে বললো বিশ্ববিদ্যালয়!

স্ট্রেস কমাতে শিক্ষার্থীদের কবরে শুয়ে থাকার পরামর্শ দিলো বিশ্ববিদ্যালয়। নেদারল্যান্ডসের র‍্যাডবউড বিশ্ববিদ্যালয় জানায়, শিক্ষার্থীরা কবরে শুয়ে শুয়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারেন।

নিজমেগেন শহরের এই শিক্ষা প্রতিষ্ঠানের “স্ট্রেস ম্যানেজমেন্ট” পদ্ধতি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের চর্চার বিষয়। মানসিক চাপ কমাতে শিক্ষার্থীদেরকে “গ্রেভ থেরাপি” বা কবরে শুয়ে থাকার পরামর্শ দিয়েছে তারা।

কবরের মতো বড় গর্তে শুয়ে থাকতে হয় শিক্ষার্থীদের। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিষয়ে একটি পেজ রয়েছে। সেখানে এই পদ্ধতির বিস্তারিত বর্ণনা রয়েছে। কর্তৃপক্ষ জায়গায়টিকে “পিউরিফিকেশন গ্রেভ” বা “শুদ্ধিকরণ” কবর হিসেবে অভিহিত করা হয়েছে।

ওয়েবসাইটে লেখা হয়েছে, শিক্ষার্থীরা এই কবরে শুয়ে শুয়ে তাদের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে চিন্তা করতে পারেন। তবে শর্ত হচ্ছে, শুধু একটি মাদুর আর একটি বালিশ নিয়ে সেখানে যাওয়া যাবে। নেওয়া যাবে না মোবাইল ফোন কিংবা অন্য কোনো ব্যক্তিগত জিনিসপত্র।

সম্প্রতি “পিউরিফিকেশন গ্রেভে”র একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পঠিত