ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২১ মিনিট আগে
শিরোনাম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুলের চেয়েও শক্তিশালী ‘নাকরি’

  আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০১৯, ০৬:১৯

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুলের চেয়েও শক্তিশালী ‘নাকরি’
প্রতীকী ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব এখনও কাটেনি। এরইমধ্যে জানা গেল ধেয়ে আসছে আরও একটি ঘূর্ণিঝড়। এই ঝড়ের নাম রাখা হয়েছে ‘নাকরি’।

ঘূর্ণিঝড় নাকরি আপাতত শক্তি বাড়িয়ে দক্ষিণ চীন সাগরেই অবস্থান করছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া অফিস।

আগামী ১৪ নভেম্বর বঙ্গোপসাগরে নাকরি শক্তি বাড়িয়ে ভারতের অন্ধ্রপ্রদেশের উত্তর দিক ও ওড়িশা উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানবে। পাশাপাশি চেন্নাইসহ উত্তর তামিলনাড়ুর উপরও চোখ রাঙাচ্ছে নাকরি। যদিও এই মুহূর্তে এই ঘূর্ণিঝড়ের ভারতে আছড়ে পড়ার সঠিক সময় অনুমান করা সম্ভব হয়নি। এর প্রভাব পড়বে বাংলাদেশেও।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় বুলবুলের উৎসস্থলও ছিল দক্ষিণ চীন সাগর। মাতমো থেকেই ছিটকে গিয়ে তৈরি হয়েছিল বুলবুল। সেই বুলবুলের দাপটে বাংলাদেশ-ভারতে অনেক বেশি ক্ষতি হয়ে গেছে। সেই ঘা না শুকাতেই নাকরির দাপটে কি হবে তাই ভাবাচ্ছে জনগণকে।

বাংলাদেশ জার্নাল/কেআই

  • সর্বশেষ
  • পঠিত