ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ১৯

কঙ্গোতে বিদ্রোহী হামলায় নিহত ১৯

আফ্রিকার দেশ কঙ্গোর উত্তরাঞ্চলীয় একটি এলাকায় সশস্ত্র বিদ্রোহীদের হামলায় কমপক্ষ ১৯ নিহত হয়েছেন। নিহতদের সবাই নিরীহ বেসামরিক নাগরিক। দেশটির নিরাপত্তা বাহিনী এবং জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বিদ্রোহীদের এই হামরা ঠেকাতে না পারায় সেখানকার জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

বুধবার বেনি শহর থেকে ৩০ কিলোমিটার দূরের ওইচা নামক একটি গ্রামে ওই হামলায় দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস (এডিএফ)।

বেনি অঞ্চলের প্রশাসনিক প্রধান ডোনাট কিবাওয়ানা বলেন, ‘হামলায় নিহত অনেক পরিবারের সদস্যরা তাদের বাড়িতে ফিরতে চাইছেন না। কারণ তারা ফের হামলার আতঙ্কে ভুগছেন। আমরা প্রথামিকভাবে উদ্ধার অভিযান চালিয়ে ১৯ জনের মরদেহ উদ্ধার করেছি।’

প্রশাসক আরও বলেন, ‘আমরা আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। আমরা বেনি অঞ্চলে সামরিক উপস্থিতি আরও বাড়িয়েছি। সেনাবাহিনী বিদ্রোহীদের তাড়া করেছে। আমরা সাধারণ মানুষকে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি।’

বিকৃত অবস্থায় উদ্ধার হওয়া মরদেহগুলোর মধ্যে অনেকগুলোর মাথা থেকে শরীর বিচ্ছিন্ন।

এর আগে গত রোববার বেনি অঞ্চলে হামলা চালিয়ে আটজন বেসামরিক নাগরিককে হত্যা করেছিল সশস্ত্র বিদ্রোহীগোষ্ঠী এডিএফ।

এদিকে রোববার ও বুধবারের ওই হামলার পর বেনি শহরের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে ওই এলাকার সাধারণ মানুষ। এসময় তারা সাধারণের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত