ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

ইরাকের ইরানি কনস্যুলেটে ফের অগ্নিসংযোগ

ইরাকের ইরানি কনস্যুলেটে ফের অগ্নিসংযোগ

ইরাকের নাজাফ শহরের ইরানি কনস্যুলেটে ফের অগ্নিসংযোগ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইরাকের এক টিভি চ্যানেলের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডে।

সংবাদ মাধ্যমটি বলছে, রোববার রাতে ইরানি কনস্যুলেটে ফের আগুন দেয়া হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা সে ব্যাপারে তারা কিছু জানায়নি।

সংবাদ মাধ্যমটি বলছে, নাজাফ প্রদেশের নগর উন্নয়ন বিষয়ক অধিদপ্তরও এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইতিমধ্যে দমকল বিভাগের কয়েকটি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেও তারা জানিয়েছে।

এর আগে গত বুধবার রাতে বিক্ষোভকারীদের একাংশ নাজাফ শহরের ইরানি কনস্যুলেট প্রাঙ্গণে প্রবেশ করে এতে আগুন ধরিয়ে দেয়। এসময় ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়লে কমপক্ষে ৪৫ বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাজধানী বাগদাদসহ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। তাদের হঠাতে বিক্ষোভ সমাবেশগুলোতে নির্বিচারে গুলি ছুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন। এতে ইরাকের বিভিন্ন স্থানে ৮২ জন নিহত হয়। এ ঘটনায় তীব্র নিন্দার মুখে শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আবুল আবদেল আল মাহদি। এর পরদিনই তিনি পার্লামেন্টে নিজের পদত্যাগপত্র জমা দেন। রোববার সংসদের প্রথম অধিবেশনেই তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

এমএ/

  • সর্বশেষ
  • পঠিত