ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

  প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৬ মার্চ ২০২০, ২০:৩৯

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হচ্ছে স্থায়ী শহীদ মিনার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নির্মিত হতে যাচ্ছে স্থায়ী শহীদ মিনার। এ শহীদ মিনার নির্মিত হবে স্টেটের বয়নটন বিচ শহরে। এছাড়া প্রতিবছর একুশ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে শহরটি।

১৮ ফেব্রুয়ারি বয়নটন বিচ সিটি অফিসে আয়োজিত একটি সভায় এ বিষয়ে জানানো হয়। এর আগে আমেরিকা বাংলাদেশ পাবলিক অ্যাফেয়ার্স কমিটি নামে এক সংগঠনের উদ্যোগে এ স্থায়ী শহীদ মিনার নির্মানের জন্য আবেদন জানানো হয়।

সংগঠনের নেতা ইমন করিম জানান, তাদের সংগঠনের তিনটি দাবি রয়েছে। বাংলাদেশে শহীদদের স্মরণে একটি শহীদ মিনার প্রতিষ্ঠা, আমেরিকার সব নির্বাচনের ব্যালট পেপারে বাংলা ভাষা যুক্ত করা এবং স্থানীয় নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দিয়ে বাঙ্গালী ভোটারদের আমেরিকার রাজনীতিতে সংযুক্ত হওয়া।

এদিকে ২৩ ফেব্রুয়ারি শহীদ দিবসের অনুষ্ঠানে অস্থায়ী বেদি নির্মাণ করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুবি আওলাদ ফুয়াদ জালাল, সোমা মালিক, হাসি করিম, রোমানা সরকার, লাকী রিপন, শিমুল মাহী, হ্যাপি রফিক, আর্শিয়ান আওলাদ প্রমুখ।

বাংলাদেশ জার্নাল/এইচকে

  • সর্বশেষ
  • পঠিত